সর্বশেষ বিজ্ঞপ্তি
আগামী ২৬ এপ্রিল ২০২৪ তারিখ রোজ শুক্রবার সকাল ৯.৩০ ঘটিকায় কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্স বাংলাদেশ খামার বাড়ি, ফার্মগেইট ঢাকার 3D হলে রসায়ন নগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সোসাইটির সন্মানিত সদস্যগণকে যথাসময়ে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে ।। আগামী ২৬ এপ্রিল ২০২৪ তারিখ রোজ শুক্রবার সকাল ৯.৩০ ঘটিকায় কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্স বাংলাদেশ খামার বাড়ি, ফার্মগেইট ঢাকার 3D হলে রসায়ন নগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সোসাইটির সন্মানিত সদস্যগণকে যথাসময়ে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে ।। আগামী ২৬ এপ্রিল ২০২৪ তারিখ রোজ শুক্রবার সকাল ৯.৩০ ঘটিকায় কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্স বাংলাদেশ খামার বাড়ি, ফার্মগেইট ঢাকার 3D হলে রসায়ন নগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সোসাইটির সন্মানিত সদস্যগণকে যথাসময়ে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে ।।

নোটিশ

চেয়ারম্যান, সেক্রেটারী ও উপদেষ্টার বানী

চেয়ারম্যান এর বানী

সম্মানিত সদস্য-সদস্যা ও শুভাকাঙ্খীবৃন্দ,

রসায়ন নগর প্রকল্প আমাদের একটি প্রিয় প্রকল্প। রসায়ন নগরের স্বপ্ন দেখেছিলেন আজ থেকে ৩০ বছর পূর্বে ১৯৯২ সালে জনাব আবদুল আজিজ মোল্লাহ। তখন তিনি ছিলেন বাংলাদেশ রসায়ন সমিতির সাংগঠনিক সম্পাদক। মরহুম আবদুল আজিজ মোল্লাহ রুহের মাগফেরাত কামনা করছি। রসায়নবিদদেরকে সংগঠিত করার পথে তাদেরকে আবাসনের মাধ্যমে আরো নিবিঢ়ভাবে সংগঠিত করার স্বপ্নও তিনি দিখেছিলেন। সেই স্বপ্নের সিড়ি বেয়ে অনেক চড়াই উৎরাই পার হয়ে বাস্তবে আস ‘‘রসায়ন নগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ’’। এই পর্যন্ত সমিতির প্রতিটি ব্যবস্থাপনা পর্ষদ জমি একীভূত করণ এবং জমির মালিকানা নিস্কন্টক করার কাজ সম্পাদনের লক্ষে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং প্লট বরাদ্দ দেওয়ার মত কঠিন কাজগুলো সম্পাদন করা হয়েছে।

এজন্য বিগত প্রতিটি পর্যদের সম্মানিত সদস্যদের প্রতি আমার অকৃত্রিম শ্রদ্ধা ও অভিনন্দন। প্রকল্পের কাজ আজকের এই অবস্থানে আনার পেছনে রয়েছে অনেকের শ্রম, ত্যাগ ও প্রচেষ্টা ও কাজে যাঁরা সংশ্লিষ্ট ছিলেন এবং আছেন তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।প্রয়াতদের আত্মার সুখ ও শান্তি কামনা করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি মরহুম আলহাজ¦ মোঃ শফিকুর রহমান, মরহুম ড. মোবারক আলী আকন্দ এবং মরহুম এ,এস সালাহউদ্দিন আহমেদ সহ অন্যান্য মরহুম সদস্যদের। তারা আমার নিকট প্রাতঃ স্মরণীয় হয়ে থাকবেন। এধরণের একটি আবাসিক প্রকল্প গড়ে তুলতে গেলে সফলতার সাথে সাথে কিছু সমস্যা থাকাও স্বাভাবিক। আমরা অতিতে চেষ্টা করছি এবং বর্তমানেও চেষ্টা করে যাচ্ছি সেইসব ক্রটি যতটা সম্ভব ক্রটিমুক্ত করতে। আমাদের বিশ^াস প্রকল্পের ভিতরের জমির দখল, দলিল ও রেকর্ড সমূহ এখন সম্পুর্ণ ক্রটিমুক্ত। বিস্তারিত পড়ুন

সেক্রেটারী এর বানী

সম্মানিত সদস্য-সদস্যা ও শুভাকাঙ্খীবৃন্দ,

আপনারা অবগত আছেন যে, বাংলাদেশে পেশাজীবি সংগঠনের মধ্যে অন্যতম সংগঠন ‘‘বাংলাদেশ রসায়ন সমিতি’’। উক্ত সমিতির সদস্যবৃন্দ তথা র সায়নবিদদের নব্বই দশক পর্যন্ত রসায়নবিদদের কোন আবাসনের সু-ব্যবস্থা ছিল না। রসায়নবিদদের আর্থিক স্বল্পতার জন্য রাজধানীর আশে পাশে আবাসনের প্রয়োজনয় ব্যবস্থা গ্রহণ করা কল্পনাতীত ছিল। বাংলাদেশ রসায়ন সমিতির ১৩তম বার্ষিক সাধারণ সভার পর্যদ এ রসায়ন সমিতির আজীবন সদস্য ও কার্যকরী পর্ষদের সদস্য জনাব এম,এ আজিজ মোল্লা, উক্ত সমিতির বার্ষিক সাধারণ সভায় রসায়নবিদদের আবাসন প্রয়োজন বিধায় একটি আবাসন প্রকল্প গ্রহণের নিমিত্তে সভায় উপস্থাপন করেন... বিস্তারিত পড়ুন

উপদেষ্টার সংক্ষিপ্ত বক্তব্য

সম্মানিত সদস্য-সদস্যা ও শুভাকাঙ্খীবৃন্দ,

রসায়নবিদদের আবাসিক সমস্যা সমাধান এবং সদস্যদের মধ্যে ভ্রান্তত্ববোধ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ রসায়ন সমিতিক সিদ্ধান্ত মোতাবেক ১৯৯২ সালে রসায়ন নগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর জম্ম হয়। বহু প্রতিকুলতা অতিক্রম করে জমি এওয়াজ বদলের মাধ্যমে এক পাশে সরিয়ে দিয়ে জমি একীভুত করা, প্লট বরাদ্দ দেয়া, প্রতিটি প্লটের তালিকদের জায়গা প্লট মালিকের নামে রেজিষ্ট্রি ও খারিজ এর মত জটিল কাস সমিতি কর্তৃক সমাধা করা হয়েছে। সমিতির বরাদ্দকৃত প্লটের উপর দিয়ে ১১ কেভি আরইবি বিদ্যুৎ লাইন সরিয়ে রাস্তা দিয়ে নেয়ার ব্যবস্থা করা হয়েছে । প্রকল্পের সীমানা প্রাচীর, অভ্যন্তরীন রাস্তা, প্রকল্প এলাকায়... বিস্তারিত পড়ুন

লে-আউট প্ল্যান

রাসায়ন নগর কো-অপারেটিভ হাউসিং সোসাইটি লিঃ

প্রোজেক্ট এরিয়া: মৌজা-বড় রাঙ্গামাটিয়া, পূর্ব-সদরপুর ও গৌরীপুর, থানাঃ আসুলিয়া, জেলাঃ ঢাকা

...