প্রিয় সদস্য/সদস্যাবৃন্দ,
"রসায়ান নগর কো অপারেটিভ হাউসিং সোসাইটি লিঃ", বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির একটি অঙ্গ প্রতিষ্ঠান। রসায়ানবিদ এবং রসায়ান প্রকৌশলীদের আবাসন সমস্যা নিবাসন কল্পে এই প্রকল্পের সৃষ্টি।

ঢাকার অদুরে আসুলিয়াস্থ প্রায় ৩৮ একর জমি নিয়ে ৪৬২ টি প্লট এবং ৩০ টি রাস্তা সহ এই প্রকল্পটি গড়ে উঠেছে, যাহা সুউচ্ছ প্রাচীর দ্বারা বেষ্টিত।

এই প্রকল্পেরই দালিলিক প্রমান এবং প্রতিনিয়ত প্রকল্পের অগ্রগতি জানার জন্য এবং সদস্য/সদস্যাবৃন্দের ভবিষ্যৎ পরিকল্পনা করার সাহায্যার্থে এই ওয়েবসাইট টি করার পরিকল্পনা নেয়া হয়েছে। ওয়েব সাইটের বিভিন্ন তথ্য থেকে ভবিষ্যৎ প্রজন্ম ইতিবৃত্য জানতে পারবে এবং এরই আলোকে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে বলে আমরা আশা করি।

প্রকল্পের বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য নিচের ভিডিও লিঙ্ক এ ভিসিট করুন

Card Image

মোঃ রফিকুল আলম মাসুদ

আহ্বায়ক (পরিচালক)

Card Image

হরি শঙ্কর সরকার

সদস্যা (পরিচালক)

Card Image

মোঃ মোজাহার আলি

সদস্যা (পরিচালক)