উপদেষ্টা মোঃ খলিলুর রাহমান খান স্যার এর সংক্ষিপ্ত বক্তব্য
রসায়নবিদদের আবাসিক সমস্যা সমাধান এবং সদস্যদের মধ্যে ভ্রান্তত্ববোধ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ রসায়ন সমিতিক সিদ্ধান্ত মোতাবেক ১৯৯২ সালে রসায়ন নগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর জম্ম হয়। বহু প্রতিকুলতা অতিক্রম করে জমি এওয়াজ বদলের মাধ্যমে এক পাশে সরিয়ে দিয়ে জমি একীভুত করা, প্লট বরাদ্দ দেয়া, প্রতিটি প্লটের তালিকদের জায়গা প্লট মালিকের নামে রেজিষ্ট্রি ও খারিজ এর মত জটিল কাস সমিতি কর্তৃক সমাধা করা হয়েছে। সমিতির বরাদ্দকৃত প্লটের উপর দিয়ে ১১ কেভি আরইবি বিদ্যুৎ লাইন সরিয়ে রাস্তা দিয়ে নেয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রকল্পের সীমানা প্রাচীর, অভ্যন্তরীন রাস্তা, প্রকল্প এলাকায় অফিস ঘর নির্মাণ ও বিদ্যুৎ আনায়ন সহ বহু উন্নয়ন মূলক কাজ সম্পাদন করা হয়েছে। এ সব বাস্তবায়নে প্রতিটি সদস্যের এবং প্রতিটি কার্যকরী পর্ষদের ধারাবাহিক উন্নয়ন প্রচেষ্টা ও পরিকল্পনা ও পদক্ষেপের ফসল ‘‘রসায়ন নগর প্রকল্প’’।
রসায়ন নগরের RASAYANNAGAR.COM এ নামে একটি ওয়েব সাইট খোলার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। ওয়েব সাইটের মাধ্যমে সমিতির সদস্যগণ তাদের সৃজনশীল মননশীলতা বিকালের সুযোগ পাবে। এতে প্রকল্পের ছবি প্রকাশের জন্য যে অভুতপূর্ব সারা জেগেছে তা আমাদের অনুপ্রাণিত করবে। যারা তথ্যবহুল ছবি দিয়েছেন তাদের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। ওয়েব সাইট প্রকাশনায় কার্যকরী পর্ষদের সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন সে জন্য তাদের প্রতি রইলো অশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞাতা।
সকল সদস্যবৃন্দের সহযোগিতায় স্বপ্লের রসায়ন নগে আবাসন প্রকল্প পূর্নতা লাভ করুক। গড়ে উঠুক সুন্দর উপ-শহর, সকলের মধ্যে হাসি ফুটে উঠুক এই হোক শুভ কামনা। আল্লাহ আমাদের সহায় হোন। আল্লাহ হাফেজ।
সমিতির সকল সদস্য/সদস্যদের মঙ্গল কামনা করছি।
মোঃ খলিলুর রাহমান খান
উপদেষ্টা
রসায়ন নগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ